রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী

07/01/2014 9:59 pmViews: 5

 

 

'যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা'

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। এরপরই তারা বৈঠকে বসেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির সঙ্গে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীরা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সরকার যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করবে।

নির্বাচনের গেজেট প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রেস সচিব।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তবে সেখানে কী বিষয়ে তারা আলোচনা করতে পারেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply