রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
ঢাকা : রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে খসড়া ভাষণের অনুমোদন দেওয়া হয়। ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এ ভাষণ দেবেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
১২জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এই মন্ত্রিসভায় আওয়ামী লীগের সঙ্গে যোগ দেন জাপা, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জেপির সদস্যরাও।