রাষ্ট্রপতিকে চিঠি দেবেন সাকার পরিবার

21/11/2015 3:15 pmViews: 6
রাষ্ট্রপতিকে চিঠি দেবেন সাকার পরিবার

 

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাষ্ট্রপতিকে চিঠি দেবেন। শনিবার দুপুর দেড়টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তা জানান তার পরিবার।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না সালাউদ্দিন কাদের চৌধুরী, তার পরিবারের পক্ষ থেকে এমনটি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী বলেছেন, প্রাণভিক্ষা চাইবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন সালাহউদ্দিন কাদের নিজে।

সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেন, যুদ্ধাপরাধের ‘ত্রুটিপূর্ণ’ বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। আজই এই চিঠি বঙ্গভবনে পৌঁছে দেবেন তারা।

সংবাদ সম্মেলনে দলীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমান ছিলেন।

আইনি লড়াই শেষ হওয়ার পর এখন শুধু দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে সালাউদ্দিন কাদেরের। তিনি ক্ষমা চাইবেন কি না, তা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেননি স্ত্রী ও ছেলে।

এদিকে সাকা চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ; তবে দুটি আবেদনের কথা জানালেও বিষয়বস্তু স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply