রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে করা রিট খারিজ

07/09/2015 1:36 pmViews: 8
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে করা রিট খারিজ
রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

গত আগস্টে রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী। রিটে আইন সচিবকে বিবাদী করা হয়।

সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার নীতি ফিরিয়ে আনার পরও রাষ্ট্রধর্ম বহাল রাখার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে রুল চেয়েছিলেন এ আইনজীবী।

এ বিষয়ে গত ৩০ আগস্ট শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য ছিল। আদেশে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। ওই দিন আদালতে রিটের পক্ষে আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী নিজেই শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।

Leave a Reply