রাষ্ট্রদ্রোহ মামলায় খোকার বিরুদ্ধে পরোয়ানা

09/11/2015 4:56 pmViews: 7
রাষ্ট্রদ্রোহ মামলায় খোকার বিরুদ্ধে পরোয়ানা

 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ আদালতে অভিযোগপত্র আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল।

গত ১৪ অক্টোবর রাজধানীর ভাসানী মিলনায়তনে এক সভায় সাদেক হোসেন খোকা নেতাকর্মীদের দা, কুড়াল, খুন্তি নিয়ে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

ওই বক্তব্যের পর গত ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন পল্টন থানার এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক এ মেয়র চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Leave a Reply