রাশেদ খান মেনন আটক
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকালে তাকে বনানীর বাসা থেকে আটক করা হয়। তাকে আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তিনি অন্যতম নেতা। নবম সংসদ থেকে পরবর্তী সব নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ছিল এই জোট। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমর্থন দেন ১৪ দলের নেতারা।