রাশিয়া সীমান্তের কাছে মার্কিন সেনা মোতায়েন

20/12/2022 10:24 pmViews: 4

mzamin

রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের। পূর্বাঞ্চলীয় ব্লক শক্তিশালী করার লক্ষ্যে এস্তোনিয়ায় সেনা বৃদ্ধি করছে সামরিক জোট ন্যাটো। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। বাল্টিক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই এ তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভরু শহরের তারা সামরিক ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। এই ঘাটির অবস্থান রুশ সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে। ইউএস সার্ভিস সদস্যদের আগমনের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কর্নেল রিচার্ড আইকেনা বলেন, আমেরিকান সেনারা এস্তোনিয়ায় এসে অত্যন্ত আনন্দিত। তারা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে চায়।

বিবৃতিতে যোগ করা হয়েছে যে, ওয়াশিংটন এস্তোনিয়ায় হিমার্স প্লাটুন মোতায়েন করতে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী হ্যানো পেভকুর বলেছেন, ২০২৫ সালের মধ্যে নিজস্ব হিমার্স ইউনিট পেতে যাচ্ছে এস্তোনিয়া। তবে মার্কিন হিমার্স সেখানে মোতায়েন হলে আগে থেকেই এস্তোনিয়ার সৈন্যরা এটি পরিচালনা শিখে ফেলতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, মার্কিন সেনাদের এস্তোনিয়ায় মোতায়েন প্রমাণ করে যে, ওয়াশিংটন এবং টালিন একই মূল্যবোধে বিশ্বাস করে এবং আমাদের স্বার্থও একই।

দুই দেশের মধ্যে  যে চমৎকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে, তারও প্রমাণ এই সেনা মোতায়েন।

এস্তোনিয়ার সামরিক কর্মকর্তারা ইউরোপে ‘নিরাপত্তার অবনতি’ এবং ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসনের’ প্রেক্ষিতে নিজ দেশে ন্যাটোর সেনাদের উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অপরদিকে নিজের সীমান্তে ন্যাটোর শক্তি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসছে মস্কো। দেশটি বলছে, ন্যাটোর এমন আচরণ সংঘাত শুধু দীর্ঘায়িত করবে।

Leave a Reply