রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নাভালনিকে নিষিদ্ধ ঘোষণা

26/12/2017 10:36 amViews: 4
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নাভালনিকে নিষিদ্ধ ঘোষণা
 
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নাভালনিকে নিষিদ্ধ ঘোষণা
রাশিয়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অ্যালেক্সই নাভালনিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিনি কারাদণ্ড ভোগ করায় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাকে অযোগ্য ঘোষণা করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের ১৩ জনের মধ্যে ১২ জনই নাভালনিকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেন। একজন ভোটদানে বিরত থাকেন। নাভালনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। রয়টার্স।

Leave a Reply