রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির লক্ষ্যে নিজেকে ‘নিরপেক্ষ’ দেশ ঘোষণা করতে প্রস্তুত ইউক্রেন

সাক্ষাৎকারে রুশ ভাষায় কথা বলেন জেলেনস্কি। এর আগেও রুশদের উদ্দেশ্যে বলা কথায় রুশ ভাষা ব্যবহার করেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তার গ্যারান্টি, নিরপেক্ষতা এবং ইউক্রেনের নন-নিউক্লিয়ার স্ট্যাটাস নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। এটিই এখন সবথেকে গুরুত্বপূর্ণ দিক। এরপরে তিনি রুশদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের রুশ ভাষাভাষী শহরগুলো ধ্বংস হয়ে গেছে।
চেচনিয়ার থেকেও এ যুদ্ধে বেশি ক্ষতি হয়েছে। শান্তি আলোচনায় রুশ ভাষা ব্যবহারে সম্মত হয়েছে ইউক্রেন এমনটাই জানিয়েছেন জেলেনস্কি। তবে ইউক্রেনকে নিরস্ত্রীকরণের যে দাবি রাশিয়া তুলেছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার ছাড়া কোনো শান্তি আলোচনা সম্ভব নয়। শক্তি প্রয়োগ করে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা সকল অঞ্চল পুনরায় দখলের সম্ভাবনা উড়িয়ে দেন জেলেনস্কি। তিনি বলেন, এটি করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই তিনি ডনবাস এলাকা নিয়ে ‘আপস’ করতে চান বলেও জানান। উল্লেখ্য, জেলেনস্কির ওই সাক্ষাৎকার প্রচার না করতে সতর্কবার্তা দিয়েছে মস্কো।