রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত।

26/02/2022 1:20 pmViews: 5

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করা হয়েছিল। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত।

নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্য দেশের মধ্যে ১১ সদস্য ওই প্রস্তাবনার পক্ষে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। বলাবাহুল্য প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশ হলো রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স এবং জাতিসংঘ সূত্রে এ তথ্য জানা গেছে।
রাশিয়া নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করায় শুক্রবার উত্থাপন করা ওই খসড়া প্রস্তাবটি আটকে যায়। তবে, প্রস্তাবটি পাশ না হওয়াকে নিজেদের বিজয় হিসেবেই দেখছে পশ্চিমা দেশগুলো। তারা বলছে, এর মাধ্যমে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রকাশ হয়ে পড়েছে।
এই খসড়া প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তোলা হবে এবং সেখানে সহজেই পাশ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।।

Leave a Reply