রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সমর্থন করবেনা ভারত
ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর নিষেধাজ্ঞাকে ‘একতরফা পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে নিষেধাজ্ঞাকে সমর্থন না করার কথা বলেছে ভারত।
এ উপলক্ষে বুধবার নিজের অবস্থান স্পষ্ট করেছে দেশটি।
ভারতের রাষ্ট্রীয় সূত্রে জানা যায়, দেশটি কখনো এরকম একতরফা পদক্ষেপ যেমন: ইরাক, ইরানসহ অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে সমর্থন করেনি। অতীতে যেমন কোন দেশ বা গোষ্ঠীর এরকম কাজকে সমর্থন করেনি তেমনি ভবিষ্যতেও করবে না।
এ তথ্য জানা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ফোন করার একদিন পর।
ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে অঞ্চলটির নেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে মঙ্গলবার ভারতীয় সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করেন পুতিন।