রাশিয়াকে সীমানা ছাড়া করার আগে কোনো যুদ্ধবিরতি নয়: জেলেনস্কি

23/07/2022 3:20 pmViews: 6

রাশিয়াকে সীমানা ছাড়া করার আগে কোনো যুদ্ধবিরতি নয়: জেলেনস্কি

 

রাশিয়া ইউক্রেনের যেসব এলাকা দখল করে নিয়েছে তা মুক্ত করার আগে কোনো যুদ্ধবিরতি নয়। এমন ঘোষণাই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তার বক্তব্য হচ্ছে, যতদিন না ইউক্রেনের হারানো ভূখ- উদ্ধার হচ্ছে ততদিন যুদ্ধ চলবে।

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছে যার অধীনে বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। পর্যবেক্ষকরা এই চুক্তিটিকে দুই দেশের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।  তবে জেলেনস্কি সেই সম্ভাবনাকে রীতিমতো উড়িয়ে দিলেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, আমরা যুদ্ধ বন্ধ করলে তা রুশ ফেডারেশনকে বিশ্রাম নেয়ার সুযোগ করে দেবে। আমাদেরকে অবশ্যই দখল হওয়া সব এলাকা মুক্ত করতে হবে। এরপর আমরা দর কষাকষি করতে পারবো যে, আমাদের কী করতে হবে কিংবা আগামি কয়েকশ’ বছর আমরা কীভাবে থাকবো।

সম্প্রতি পশ্চিমা দেশগুলো থেকে দূরপাল্লার অস্ত্র পেতে শুরু করেছে ইউক্রেন। জেলেনস্কি বিশ্বাস করেন, এই অস্ত্র দিয়ে রাশিয়ার থেকে হারানো অঞ্চল পুনর্দখল করতে পারবে ইউক্রেন।

তিনি বলেন, এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আনতে শুরু করেছে। তবে ইউক্রেনের আরও এই অস্ত্র দরকার।

বৃটেনের ক্ষমতায় পরিবর্তন নিয়ে জেলেনস্কি বলেন, সেখানকার রাজনীতিতে যাই ঘটুক না কেনো ইউক্রেন-বৃটেন সম্পর্ক শুধু শক্তিশালী হওয়ার পথেই এগিয়ে যাবে। এ নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামি সেপ্টেম্বরে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে বরিসের। তার সঙ্গে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় ইউক্রেনের প্রেসিডেন্টের। বৃটেন থেকে আরও সামরিক সহায়তা আসবে বলে জানান তিনি।

Leave a Reply