রামলীলা কুশীলবদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘গলিও কি রাসলীলা রামলীলা’ ছবি বলিউডের বক্সঅফিসে ঝড় তুলেছিল ঠিকই তার সঙ্গে হিন্দুদের ভাবনাতেও তুফান তুলেছিল৷ আর সে তুফানের হাত থেকে রেহাই পেলেন না ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি, কুশীলব দীপিকা পাড়–কোন, রনবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া৷
বিহারের মুজাফ্ফারপুরের এক আদালত থেকে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ অভিযোগ এই ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা ভারতের হিন্দুদের মনোভাবকে ক্ষুন্ন করেছে৷ ছবির অপর নির্মাতা কিশোর লুলা ও ছবির সঙ্গীত পরিচালক এবং গীতিকারের বিরুদ্ধেও এই পরোয়ানা জারি করা হয়েছে৷
মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসপি এই ছবির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দায়ে মুম্বাই পুলিশের চার ব্যক্তির বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে এবং এদের ৪ জুন কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে৷ গত বছর সুধীর কুমার ওঝা নামেক একজন উকিল এই ছবির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এছাড়াও বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হওয়াতেই রামলীলার প্রায় গোটা টিমের বিরুদ্ধেই এই ওয়ারেন্ট জারি করা হয়েছে৷