রামপুরা-বনশ্রী ইউলুপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যানজট কমাতে রাজধানীর রামপুরা-বনশ্রী ও বাড্ডার সংযোগ সড়কে হাতিরঝিল প্রকল্পের সাউথ ইউলুপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিকল্পিত ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপারের এ সেতু বা ইউলুপের উদ্বোধন করেন তিনি।
বনশ্রী থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে হাতিরঝিল ও কাওরানবাজার যেতে হলে ডানে মোড় নিলেই সৃষ্টি হয় যানজটের। এছাড়া, কুড়িল-বাড্ডা ও এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে রামপুরা ব্রিজ হয়ে যেতে হয় বিভিন্ন গন্তব্যে। এতে রামপুরা-বনশ্রী ও বাড্ডা-হাতিরঝিলের সংযোগ সড়কটিতে সর্বদা সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
রাজধানীর বিভিন্ন সংযোগ সড়কে যানজট নিরসনে এধরনের ইউলুপ কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেকাংশে এড়ানো সম্ভব বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজ।