রামপাল বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভিত্তিহীন, কাল্পনিক মনোভাব ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি চেয়ারপরসন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে এটা করছেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধীরা বলছেন, এই বিদ্যুৎ হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমি তথ্য প্রমাণের মাধ্যমে দেখাবো কয়লাবিদ্যুৎকেন্দ্রের জন্য সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
আজ শনিবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।