রামপাল বিদ্যুত্ প্রকল্প সুন্দরবন থেকে দূরে হওয়া উচিত : টিআইবি
প্রতিবেদক : জলবায়ু প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি ও দুর্নীতির ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)। সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশের জলবায়ু অর্থায়ন : সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তোরণের উপায় শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান হয়।
টিআইবি সরকার রাজনৈতিক প্রভাবের কারণে জলবায়ু প্রকল্প বাস্তবায়নের ঝুঁকি রয়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়নের গুণগত মান ঠিক থাকছে না। রাজনৈতিক প্রভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।
মাঠ পর্যায়ে টিআইবি পর্যবেক্ষণ করে দেখেছে-জলবায়ু প্রকল্পের ৪০টি এনজিওর মধ্যে ১০টির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
রামপাল বিদ্যুত্ প্রকল্পের ব্যাপারে দাতা সংস্থাগুলোর উদ্বেগের কথা উল্লেখ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ুর জন্য ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য ঝুঁকির মধ্যে পড়বে। টিআইবি মনে করে, রামপাল বিদ্যুত্ প্রকল্প সুন্দরবন থেকে দূরে হওয়া সমীচীন বলে মনে করে টিআইবি।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবির ক্লাইমেট ফিন্যান্স গভর্নেন্স প্রজেক্টের সহকারী প্রকল্প (সিএফজিপি) সমন্বয়ক (গবেষণা) মহুয়া রউফ। উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের, সিএফজিপির সমন্বয়ক জাকির হোসেন খান প্রমুখ।
–