রাবিতে শিবির-ছাত্রলীগ গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে শিবিরের তিন নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে শিবিরের কয়েকজন নেতাকর্মী যাচ্ছিলেন। এ সময় তাদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কেউ একজন এক রাউন্ড ফাঁকা গুলি করে। ছাত্রলীগ দাবি করছে, শিবিরের কর্মীরা এ গুলি চালায়।
এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে সরে গিয়ে পুলিশের সঙ্গে দলবদ্ধ হয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর ১৫-২০ রাউন্ড গুলি চালায়। শিবিরও পাল্টা গুলি চালায়। এতে তিন শিবির নেতা গুলিবিদ্ধ হয়। তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ শিবির নেতারা হলেন- শিবিরের মতিহার হল শাখার সভাপতি আবু সুফিয়ান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরান ও শিবির নেতা, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজ।
শহীদুল্লাহ কলা ভবনে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিলো। ভবনের সামনে এসে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকে।
ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।