রাবিতে শিক্ষার্থী-পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩০
বর্ধিত ফি স্থগিত ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রোববার তৃতীয় দিনেও শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সম্প্রতি রাবিতে পরীক্ষাসহ বিভিন্ন ফি দুই থেকে পাঁচগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সামাজিক বিজ্ঞান অনুষদে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে গত ১৬ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
পরে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালালে দুই পক্ষের সংষর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শনিবার সংবাদ সম্মেলন করে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা পাল্টা সংবাদ সম্মেলন করে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে।