রানা প্লাজা ধস : শ্রমিক অসন্তোষ ঠেকাতে আগামী মাসেই দুই মামলার চার্জশিট

23/04/2014 10:21 pmViews: 7

রানা প্লাজা ধস : শ্রমিক অসন্তোষ ঠেকাতে আগামী মাসেই দুই মামলার চার্জশিট
মে দিবসকে কেন্দ্র করে পোশাক শ্রমিক ও সংগঠনের অসন্তোষ ঠেকাতে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশ ও রাজউকের দায়েরকৃত দুই মামলার চার্জশিট দাখিল হবে আগামী মাসে। এ মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৩৬ জন ও সরকারি চার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে দুটি চার্জশিট দেবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, এবছর মে দিবসে বিভিন্ন কারণে বিগত বছরের চেয়ে শ্রমিক অসন্তোষ বেশি হতে পারে। এই শ্রমিক অসন্তোষ ঠেকাতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে রেখেছে। পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিটি পোশাক কারখানায় নূন্যতম মজুরি নিশ্চিত করা। চাকরির নিশ্চয়তা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ শ্রমিক ও শ্রমিক সংগঠনের ন্যায্য দাবি মালিকপক্ষকে দিয়ে মানিয়ে নেওয়ার ঘোষণা। এছাড়ও শ্রমিক অসন্তোষ ঠেকাতে রানা প্লাজা ধসে দায়েরকৃত দুই মামলার চার্জশিট দাখিল করা হবে।

সিআইডি সূত্রে জানা গেছে, দুটি মামলায় রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা ও তার বাবা আব্দুল খালেক এবং ওই ভবনের পোশাক কারখানার পাঁচ মালিক আমিনুল ইসলাম, বজলুল সামাদ আদনান, মাহমুদুর রহমান তাপস, মেয়র রেকো ও আনিছুর রহমান ওরফে আনিসুজ্জামানকে আসামি করা হয়েছে। এছাড়া রানার আশ্রয়দাতা আবুল হাসান, সহযোগী শাহ আলম মিঠু, অনিল কুমার ও হাসান, সাভার পৌরসভার মেয়র, ৭ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার ও গণপূর্তের তিন প্রকৌশলীকেও চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার জন্য সরকারি চার প্রতিষ্ঠানকেও দায়ী করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদফতর, সাভার পৌরসভা ও স্থানীয় প্রশাসন। দুটি মামলায় ৬ শতাধিক পোশাক শ্রমিকসহ দেড় হাজারেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হচ্ছে, এসব প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সরকারি এসব সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাকে আসামি করার সুপারিশ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এএসপি বিজয় কৃষ্ণ কর শীর্ষ নিউজকে জানান, রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ফৌজদারি এবং ইমারত আইন ভঙ্গের দায়ে রাজউক একটি মামলা করে। দুটি মামলাই তদন্ত করছে সিআইডি।

তিনি বলেন, ‘এ মাসে চার্জশিট দিতে পারলাম না। তবে আগামী মাসে দেওয়া হবে।’

আগামী মাসের কত তারিখে চার্জশিট দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তা বলা যাচ্ছে না। তবে শিগগিরই দেওয়া হবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, দুটি মামলায় ২১ আসামি আটক রয়েছে। বাকিরা পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে নয় তলা ভবনটি ধসে পড়ে। এতে ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার ১ হাজার ১৩৪ শ্রমিক নিহত হন এবং প্রায় আড়াই হাজার শ্রমিককে ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

অন্যদিকে শিউলী আক্তার নামে এক পোশাক শ্রমিক আদালতে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত করেছে সিআইডি। এছাড়া রানার ইটভাটা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত করছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ২১ দিনের মাথায় অর্থাৎ গত বছর ১৫ মে দুটি মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

Leave a Reply