রানা প্লাজা ধসের ১ বছর সোমবার ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল

23/03/2014 10:17 pmViews: 1

 

 

ঢাকা, ২৩ মার্চ :  সোমবার (২৪ মার্চ) পূর্ণ হচ্ছে রানা প্লাজা ট্র্যাজেটির ১ বছর। ভয়াবহ এ দিনটিকে সামনে রেখে এদিন ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও রানা প্লাজা ধস পরবর্তী তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশের খতিয়ে দেখবে দলটি। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশিয়া সম্পর্কবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট। প্রতিনিধি দলটি দুই দিন ঢাকায় থাকবে।

সফরকালে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,  জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবে বলে ইইউ ঢাকা অফিস সূত্র জানিয়েছে।

Leave a Reply