‘রানা প্লাজা’ চলচ্চিত্র মুক্তিতে আর বাধা নেই

17/09/2015 4:57 pmViews: 5
‘রানা প্লাজা’ চলচ্চিত্র মুক্তিতে আর বাধা নেই

 

মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র‌ ‘রানা প্লাজা’র বিষয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ফলে এখন আর এই চলচ্চিত্রটির সম্প্রচারে আইনি কোনো বাধা রইল না।

রানা প্লাজা চলচ্চিত্রের প্রদর্শনী ও সম্প্রচারের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তারের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রোববার এ স্থগিতাদেশ দেন। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি পেতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন প্রযোজকের আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে পোশাক কর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি ৪ সেপ্টেম্বর সারা দেশের ৫০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ছিল। এ সিনেমায় ভীতিকর চিত্র দেখানো হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৪ আগস্ট হাইকোর্ট এ চলচ্চিত্রের প্রদর্শনী ও সম্প্রচারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়।

Leave a Reply