রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আরো ১০ মিলিয়ন ডলার দিচ্ছে প্রিমার্ক

18/03/2014 3:28 pmViews: 5

 

 

ঢাকা, ১৮ মার্চ  : সাভারের রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক পোশাক নির্মাতা প্রতিষ্ঠান প্রিমার্ক। এ জন্য ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে প্রতিষ্ঠাটি। খবর ব্লুমবার্গ।

এক বিবৃতিতে প্রিমার্কের মুখপাত্র বলেন, রানা প্লাজা দুর্ঘটনার প্রথম বার্ষিকী এগিয়ে আসছে। আমরা আমাদের কোম্পানি থেকে শ্রমিকদের সঙ্গে মিলতে বদ্ধপরিকর।

প্রিমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই নিউ ওয়েভ বটম লিমিটেডের ৫৮০ জন ক্ষতিগ্রস্ত শ্রমিক বা তাদের স্বজনদের মধ্যে নগদ অর্থ সাহায্য দেয়া শুরু হবে। নিহত বা আহতদের উপার্জন হারানোর মাত্রা হিসাব করে এই অর্থ প্রদান করা হবে।

এদিকে রানা প্লাজায় থাকা অন্য গার্মেন্ট কারখানার সঙ্গে সম্পর্কযুক্ত বিদেশি কোম্পানিগুলোকেও শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পোশাক শ্রমিকদের স্বার্থরক্ষাকারি সংগঠনগুলো।

প্রিমার্ক এরইমধ্যে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্বল্পমেয়াদী অর্থ সাহায্য হিসেবে দুই মিলিয়ন ডলার ও খাদ্য সাহায্য দিয়েছে। তবে নতুন করে যে অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার অর্থসাহায্য দেয়া হবে তা শ্রমিকদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য ব্যয় হবে।

এর মধ্যে ৯ মিলিয়ন ডলার সরাসরি ব্যবহার হবে প্রিমার্কের কাজ করা রানা প্লাজার দ্বিতীয় তলায় থাকা নিউ ওয়েভ বটম লিমিটেড নামে কারখানাটির ক্ষতিগ্রস্ত ৫৮০ জন শ্রমিকের কল্যাণার্থে। বাকি এক মিলিয়ন ডলার থাকবে ক্ষতিপূরণ তহবিল হিসেবে।

Leave a Reply