রানার থিয়েটারের ২৩ তম সম্মেলন

28/10/2013 11:28 amViews: 9

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার রানার থিয়েটারের ২৩ তম সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি’র গৌরনদী এরিয়া অফিসের সাবেক প্রকল্প ব্যবস্থাপক পিটার এস রতœ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিটার এস রতœকে সভাপতি, উৎপল চক্রবর্তী ও আউয়াল শরীফকে সহসভাপতি, থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক আমিন মোল্লাকে সম্পাদক, ফেরদাউস আলমকে সহসম্পাদক, সোহরাব শরীফকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুনকে নাট্য সম্পাদক, বিজয় রায়কে সাংস্কৃতিক সম্পাদক, শ্রীকৃষ্ণ চক্রবর্তীকে প্রচার সম্পাদক, সুকান্ত বেপারীকে দপ্তর সম্পাদক, মহাদেব সাহাকে কোষাধ্যক্ষ, পারভীন বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave a Reply