রাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

03/04/2014 10:22 pmViews: 6

 

 

ঢাকা, ৩ এপ্রিল  : অবশেষে গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে আষাঢ়ে বৃষ্টি ঝরল রাজধানীতে। খরতাপে অতিষ্ঠ নগরবাসী ফিরে পেল সাময়িক প্রশান্তি। তবে বৃহস্পতিবার দেশের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত ছিল না। বৃষ্টিপাত হয়েছে মাত্র ঢাক ও তার আশেপাশের কয়েকটি জেলায়। ঝরেছে হালকা থেকে মাঝারি ধরনের শীলাবৃষ্টি।  তাই দেশের অন্তত কয়েকটি জেলার মানুষ বৃহস্পতিবার খরতাপের যন্ত্রণা থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে।

রাজধানীতে এ হটাত বৃষ্টিতে উদ্যাম ছড়াতে দেখা গেছে অনেক জায়গায়। এ নিয়ে ঢাকার বাসিন্দা শিশির ইউসুফ বলেন, সত্যিই এই বৃষ্টিটা ছিল স্বস্তির। গত কয়েকদিনে রাজধানীতে এত বেশি উত্তাপ ঝরছিল যা ক্রমান্বয়ে সাধারন মানুষের জীবনকে অস্থির করে তুলেছিল।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাংশের ওপর দিয়ে আসাম পর্যন্ত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তররাংশে মোটামুটি সক্রিয় ও দক্ষিণাংশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। আগামীকাল শুক্রবার রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে। রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী, ঈশ্বরদী ও খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বলে জানিয়ে দেন আবহাওয়াবিদরা। ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য প্রশান্তির বৃষ্টি কামনা করছিল নগরবাসী। বৃহস্পতিবারের বৃষ্টিতে নগরবাসী সেই প্রশান্তি ফিরে পায়।

Leave a Reply