রাতে মহাসড়কে ট্রাকে আগুন, চালক দগ্ধ
অবরোধের মধ্যে হরতাল শেষে রাতে মহাসড়কে ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন দুই চালক।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জে উত্তরাঞ্চল মহাসড়কে এবং ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ট্রাকচালক অগ্নিদগ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোড়ানো হয়েছে দুটি ট্রাক। এতে কেউ হতাহত হয়নি।
৫ জানুয়ারি ২০ দল অবরোধ ডাকার পর নিরাপত্তা বাড়ালেও প্রায় প্রতিদিনই মহাসড়কে গাড়িতে আগুন এবং ভাংচুরের ঘটনা ঘটছে।
মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হলে পাঁচজন নিহত হন। গত ১০ দিনে সব মিলিয়ে অগ্নিদগ্ধ হয়ে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন নাশকতায়।
এসব নাশকতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী জোট পরস্পরকে দোষারোপ করে আসছে।
মহাসড়ক সচলে টহলে নামা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কড়া হুঁশিয়ারির মধ্যেই সিরাজগঞ্জ, ফেনী ও চট্টগ্রামে রাতে মহাসড়কে নাশকতা ঘটল।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে পণ্যবাহী একটি ট্রাকে পেট্টোল বোমা ছোড়া হয়।
এতে ট্রাকটি পুড়ে যায় এবং চালক রাজশাহীর বানেশ্বর এলাকার সিদ্দিক আলী (৪৫) দগ্ধ হন বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি টি এম আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী টমেটো ও মসুর ডালবোঝাই ট্রাকটি কোনাবাড়ী পৌঁছলে ৫/৭ জন যুবক ট্রাকটিতে পেট্টোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মহাসড়কের ঢালে পড়ে যায়।
দমকলকর্মীরা এসে আগুন নেভায় এবং দগ্ধ চালককে উদ্ধার করে হাটিকুমরুল মোড়ের বেসরকারি একটি ক্লিনিকে পাঠায়।
সিদ্দিকের তার দুই হাতের অংশবিশেষ পুড়ে গেলেও তিনি শঙ্কামুক্ত বলে ওসি জানান। তবে তাকে ঢাকা পাঠানো হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। দুর্বৃত্তরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
বুধবার রাত পৌনে ১টার দিকে একই মহাসড়কের পাচলিয়ায় দুটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছিল।
এদিকে, রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভটভটি ভাংচুর ও কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।
ফেনী প্রতিনিধি জানান, রাত ৮টার দিকে বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রল বোমায় ট্রাকে আগুন ধরে মিরাজ নামে এক চালক দগ্ধ হন। দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় আহত হন ট্রাকচালকের সহকারী হাসনাইন।
আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবু হাতের স্বপন জানান, বোমার আগুনে মিরাজের মাথা, বাম হাতে ও পায়ের কিছু অংশ পুড়েছে। হাসনাইনের মাথা ও মুখে জখম হয়েছে।
ফেনীতে ছোড়া হাতবোমায় আহত ট্রাকচালকের সহকারী
মিরাজ (৩২) ভোলার বোরহানউদ্দিন থানার বাঠমাড়া এলাকার গ্রামের নুর মোহাম্মদের ছেলে, হাসনাইনও একই এলাকার মোহাম্মদ মোতাহের ছেলে।
মিরাজ সাংবাদিকদের বলেন, “দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মেরেছিল।”
হামলাকারীরা ওই সময় অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে বলে জানান তিনি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক সাংবাদিকদের বলেন, মহাসড়কে যানচলাচলে এখন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা নিয়মিত টহলে রয়েছে।
বৃহস্পতিবার ভোরে ফুলগাজীর মুন্সিরহাট এলাকায় ফেনী-বিলোনিয়া সড়কে রপ্তানিমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি সাতটি ট্রাক ও কর্ভাডভ্যান ভাংচুর করা হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, সীতাকুণ্ড থানার কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাট এলাকায় রাত পৌনে ১০টার দিকে দুটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সীতাকুণ্ড সার্কেলের এএসপি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠবাহী দুটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আগুন ধরে রায়। দমকল বাহিনী এসে তা থামায়।
আগুন লাগানোর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়।
এর আগে বুধবার বিকালের সীতাকুণ্ডের মীরের হাটে একটি কভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার রাতে মহাসড়কের জোরারগঞ্জে একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এনাম হোসেন নামের এক ব্যক্তি মারা যান।
বৃহস্পতিবার বিকালে নগরীর সাগরিকা এলাকা থেকে গত বছরের নির্বাচনের আগে নগরীর প্রবেশ পথে নাশকতার অভিযোগে ও চলতি বছরের ৫ জানুয়ারি নগরীতে দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় জড়িত ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর রাতে নগরীর চান্দগাঁও এলাকায় সংসদ মঈনুদ্দিন খান বাদলের কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে নগরীর সার্সন রোডে ককটেলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন এক শিবিরকর্মী।
জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার সোটাহার-ঘোনাপাড়া এলাকায় রাত পৌনে ১১টার দিকে আলুবোঝাই একটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, কয়েক জন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ী জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার থেকে পাইকারি দরে আলু কিনে বিক্রি করতে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথে অবরোধকারীরা ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক শিবিরকর্মীকে আটকের পর তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত শিবিরকর্মী আলী আজগর (২২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। মাসখানেক আগে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য নিয়েই সাতক্ষীরা থেকে তিনি গাজীপুরে আসেন বলে পুলিশের দাবি।