রাতে জোট নেতাদের নিয়ে বৈঠকে বসছেন খালেদা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। এরপর ২১ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর এটাই হবে ২০ দলীয় জোটের সঙ্গে তার প্রথম বৈঠক।
এর আগে বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদেরকে নিয়ে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।
বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিবে কিনা এবং তৃণমূলে বিএনপির পুনর্গঠনের অগ্রগতি নিয়ে কথা হয় বলে একটি সূত্র জানায়।
এর আগে লন্ডন থেকে ফিরে ৭০ দিন পর মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন বেগম খালেদা জিয়া।