রাতে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

06/07/2015 2:39 pmViews: 8
রাতে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

 ০৬ জুলাই, ২০১৫

দলের সিনিয়র নেতাদেরকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৮ জুলাই সৌদি বাদশার আমন্ত্রণে ওমরা পালন করতে যাবেন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে দল পরিচালনার বিভিন্ন কৌশল নির্ধারণ করা হবে আজকের বৈঠকে।

এছাড়া ঈদের পর সরকারবিরোধী আন্দালনের কৌশল এই বৈঠক থেকেই নির্ধারণ করা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

দীর্ঘ তিন মাস নিজের কার্যালয়ে অবস্থানের পর গত ৫ এপ্রিল আদালত হয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর এটিই হবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

Leave a Reply