রাতে খালেদার জন্মদিনের কেক কাটবে ছাত্রদল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে শনিবার রাতে তার গুলশান কার্যালয়ে ৭০ পাউন্ড ওজনের কেক নিয়ে যাবে ছাত্রদল। ছাত্রদলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি জানিয়েছেন, ছাত্রদল শনিবার রাত ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপনের আয়োজন করবে। বিএনপির চেয়ারপারসন এতে অংশ নেবেন।
অন্যান্য বার ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন খালেদা জিয়া। আর ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে কেক কেটে আলাদা আলাদাভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করতো বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এবার ১৫ আগস্টের প্রথম ক্ষণে তিনি কেক কাটেননি।