রাতারাতি নগরীর সমস্যা সমাধান সম্ভব নয়

ঢাকা সিটি করপোরেশনের জলাবদ্ধতা ও যানজটসহ সকল সমস্যা সমাধান রাতারাতি করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তিনি বলেছেন, আমার কাছে আলাদিনের চেরাগের মতো কোনো সমাধান নেই।নগর সমস্যা সমাধানে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেসব সমাধানের কাজে হাত দিয়েছি। কিন্তু তা রাতারাতি করা সম্ভব নয়।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন জানিয়ে আনিসুল হক বলেন, সারা শহরে বর্জ্য, যেখানে যাই সেখানেই বর্জ্য। এত বড় একটা শহর, এ বর্জ্য কোথাও তো ফেলতে হবে। আমি একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। পাঁচ থেকে ছয় কাঠা করে জায়গা লাগবে। আমি ৭০টি জায়গা সিলেক্ট করেছি। এর মধ্যে ১৪টি জায়গা আমার, আর বাকিগুলো এক একটি মিনিস্ট্রির। ওই জমিগুলো নিয়ে বর্জ্য ফেলার স্থান করা হবে।
সড়কে দখল উচ্ছেদে মাস্তানি করার ঘোষণা দিয়ে আনিসুল হক বলেন, রাস্তা দখল করে ট্রাক রেখে দিয়েছে, মাস্তানি করে। আমি কি এখন তাদের সঙ্গে মাস্তানি করব? আমি ব্যবসায়ী মানুষ, তবে মাস্তানি করতেই এখানে এসেছি। এজন্য আমি রাজধানীবাসীর সমর্থন চাই।