রাজ পথ সরগরম রাখতে, মনপুরায় আ’লীগ -বি.এন.পির প্রস্তুতি

26/10/2013 12:19 pmViews: 19

মোঃছালাহউদ্দিন,মনপুরা ॥
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েছে আ’লীগ ও বি.এন.পি।দুদলের মধ্যে দেখা দিয়েছে মাঠ দখল নেওয়ার প্রস্তুতি। আধিপত্য বিস্তারের জন্য দু দলের নেতাকর্মীরা মাঠে সরগরাম হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে প্রধান দু দলের মধ্যে সমযোতা না হওয়ায় সাধারন মানুষের মধ্যে উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনে হবে নাকি তত্ববধায়ক সরকারের অধীনে হবে এ বিষয় এখনও কোন চুড়ান্ত সিদ্বান্ত না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে তেমন একটা প্রানচাঞ্চল্য দেখা যাচ্ছে না। এই জন্য নেতাকর্মীদের রাজ পথের আন্দোলন সংগ্রামের জন্য পুরোউদ্যোমে মাঠ দখল রাখতে উপজেলা আ’লীগ সকল অংগসংগঠনের নের্তৃবৃন্দের সাথে সকাল ১১টায় আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজির আহম্মদ মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ন আহবায়ক মিসেস সেলিনা আক্তার,যুগ্ন আহবায়ক ও ২নং হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক,৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উজেল স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আলহাজ্ব অলিউল্যাহ কাজল, সাবেক যুবলীগ সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজী,উপজেলা সেস্বাসেবকলীগ সভাপতি নিজামউদ্দিন মিয়া,হাজির হাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেমমাতাব্বরসহযুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মৎস্যজীবীলীগ,ছাত্রলীগ,তরুনলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পক্ষান্তরে ১৮ দলীয় জোট বি,এন.পির দলীয় কার্যালয়ে উপজেলা বি.এন.পির আহবায়ক আলহাজ্ব শামসুউদ্দিন বাচ্চু চৌধরীর সভাপতিত্বে সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দের নিয়ে রাজ পথের আন্দোলন সংগ্রাম চাঙ্গা করার জন্য প্রস্তুতি মুলক অনুষ্ঠিত হয়। প্রতিদিন দলীয় কার্যালয়ে সভা সমাবেশ করে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন। আন্দোলন সংগ্রামে তারাও রাজনৈতিক মাঠ দখল রাখতে মাঠ নামতে পারে বলে বি.এন.পির একাধিক সূত্র নিশ্চিত করেছেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে ভাষনে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬ পর্যন্ত ৬০ ঘন্টার হরতাল ডাকায় ২৭ অক্টোবর রাজপথে হরতাল মোকাবেলা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। ঐ দিন ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছেন বলে আ’লীগের দলীয় সূত্রে জানা যায়। একই দিনে বি.এন.পি মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে বিশেষ সূত্রে জানাযায়। দিন যতই যাচ্ছে রাজপথ ততই গরম হচ্ছে। জনমনে দেখা দিয়েছে উৎকন্ঠা ও আতংক। এদিকে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে পুলিশ সুত্রে জানা যায়।

Leave a Reply