রাজ্জাককে ফেরতে শর্তকে বাড়াবাড়ি বললেন মন্ত্রী
রাজ্জাককে ফেরতে শর্তকে বাড়াবাড়ি বললেন মন্ত্রী
মিয়ানমারের সীমান্ত বাহিনী বিজিপির হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দেয়াকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মায়ানমার বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে ফেরত দিতে শর্ত হিসাবে দেশটিতে আটক ৫ শতাধিক মানুষকে বাংলাদেশে আনার শর্ত জুড়ে দিয়েছে। বিষয়টিতে মায়ানমারে বাড়াবাড়ি হিসেবে দেখছে বাংলাদেশ। আমরা তাদের আটক লোকদের নাম-ঠিকানা সম্বলিত তালিকা পাঠানোর কথা বলেছি, তারা বাংলাদেশী হলে আমরা অবশ্যই ফেরত নেবো। মানবপাচারের শিকার মায়ানমারে আকট লোকদের পরিচয় যাচাই না করে ফেরত নেবে না বাংলাদেশ। তিনি বলেন, বিজিবি-এর নায়েক রাজ্জাককে ফিরিয়ে দেয়ার পরিবর্তে শর্ত দিয়ে অতিরিক্ত করছে মায়ানমার। কেননা মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপির রাজ্জাককে ধরে নিয়ে যাওয়া এবং মানবপাচারের শিকার দেশটিতে উদ্ধার অভিবাসীদের ইস্যু সম্পূর্ণ আলাদা। অভিবাসীদের বিষয়টি তদারকি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার ইস্যুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আমরা নিশ্চিতভাবে আশাবাদী অবিলম্বে রাজ্জাককে ফেরত দেয়া হবে।