রাজ্জাককে আনতে মিয়ানমার গেছে বিজিবি প্রতিনিধি দল
রাজ্জাককে আনতে মিয়ানমার গেছে বিজিবি প্রতিনিধি দল
২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার
অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে গেছে সাত সদস্যের একটি প্রতিনিধি দল। আজ সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে কোস্ট গার্ডের দুটি হাইস্পিড বোটে বিজিবির প্রতিনিধি দল মংডুর উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মংডুতে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বিজিবির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। বিজিবির প্রতিনিধিদলটি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে। আজ সকালের এ বৈঠকের পর অপহৃত বিজিবি সদস্য রাজ্জাককে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
গত ১৭ই জুন নায়েক রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।