রাজস্ব খাতে আয়কর প্রবৃদ্ধি ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন : সিপিডি
এতে পর্যালোচনা ও সুপারিশগুলো তুলে ধরেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম এবং নির্বাহী ড. মোস্তাফিজুর রহমান।
ব্রিফিংয়ে জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বলা হয়, আগামীতে জিডিপির লক্ষ্যমাত্র অর্জনের ক্ষেত্রে এর গুণগত মান বজায় থাকা নিয়ে সংশয় রয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ হাজার কোটি টাকা কম হবে।
এ ছাড়া আয়কর প্রবৃদ্ধি গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে বলেও ব্রিফিংয়ে দাবি করে সিপিডি।