রাজশাহী সিলেট ও চাঁদপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আহত ৩০
প্রথম বাংলা ডেস্ক : রাজশাহী, সিলেট ও চাঁদপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বোমা বিস্ফোরণে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ সিলেটে ১৬ জন ও চাঁদপুরে পাঁচজন শিবির কর্মীকে আটক করেছে। সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহী : সোমবার বেলা সোয়া ১১টার দিকে ২০-৩০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী জড়ো হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গণকপাড়া মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। এ সময় শিবির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ও দু’টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
সিলেট : সকাল ১০টার দিকে সিলেট নগরের জেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিবির কর্মীরা। এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শিবিরকর্মীরা ১০-১২টি সিএনজি ও লেগুনা ভাঙচুর করে। সংঘর্ষে শিবির ও পুলিশের কমপক্ষে ১৫ জন আহত হয়।
চাঁদপুর : সকাল সাড়ে ১০টার দিকে শহরের স্বর্ণখোলা রোড থেকে প্রায় শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তারা ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ