রাজশাহী নগর জামায়াতের সেক্রেটারীসহ আটক ২

19/10/2015 1:10 pmViews: 5
রাজশাহী নগর জামায়াতের সেক্রেটারীসহ আটক ২

 

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডল (৪২) ও জিল্লুর  রহমান (৫৫) নামের দুই জামায়াত নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার দিনগত রাত দেড়টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন দুই জামায়াত নেতার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের রাজশাহী মহানগর কমিটির সহকারী সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলকে তেরখাদিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে জিল্লুর রহমান নামের অপর এক জামায়াত নেতাকে আটক করা হয়। আটকের পর এই দুই জামায়াত নেতাকে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়।

পুলিশ বলছে, আটককৃতরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তারা মহানগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে  অভিযান চালিয়ে প্রথমে একজনকে ও পরে আরেকটি বাড়ি থেকে অপরজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

Leave a Reply