রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

21/06/2016 10:38 amViews: 6
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
 
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
জরিমানার সঙ্গে কারাদণ্ডের বিধান রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের (আরডিএ) চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই আইনের খসড়া অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ১৯৭৬ সালের অর্ডিনেন্স অনুযায়ী আরডিএ চলছিল। সামরিক শাসনামলে জারিকৃত আইন-অধ্যাদেশকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় নতুন করে এই আইন করা হচ্ছে।

অর্ডিনেন্সের আলোকে আরডিএ চলছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইনে আরডিএ কর্তৃপক্ষকে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং শহরের জন্য মহাপরিকল্পনা নিয়ে পরিকল্পিত নগরী গড়ে তোলার দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply