রাজশাহীর পবায় মুক্তিযোদ্ধা পুত্রকে পিটিয়ে হত্যা

17/10/2013 6:01 pmViews: 10

1381984825এস.এইচ.এম তরিকুল ইসলাম, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের খোলাবোনা গ্রামে মধ্যস্ততাকারী হয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আবদুল্লাহ আল মামুন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আলহাজ ওয়াজেদ আলীর পুত্র। ঈদের দিনে এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বুধবার বিকেল ৩টার দিকে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের খোলাবোনা গ্রামের আব্দুল বারী ও রহিমের ছেলেদের মধ্যে বাকবিতন্ডা। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।
এ সময় দূর থেকে নিজেদের মধ্যে সংঘর্ষ দেখে প্রতিবেশী মামুন তাদের উভয়পক্ষকে থামাতে যায়। কিন্তু তারা এতে আরও ক্ষিপ্ত হয়ে উল্টো মামুনকেই বাশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এক পর্যায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ৯টার দিকে মামুনের মুত্যু হয়।
এ বিষয়ে রাজশাহীর পবা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুদল বারী এফএনএস-কে নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েচে। আজ বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply