রাজশাহীতে ১৪২৮টি চকলেট বোমা উদ্ধার

22/09/2013 4:52 amViews: 12

Rajshahi-sm20130921165451
রাজশাহী সংবাদদাতা: রাজশাহী মহানগরীতে ১৪২৮ পিস চকলেট বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মালামালও উদ্ধার করা হয়।

শনিবার বিকেল ছয়টার দিকে বিজিবির রাজশাহী সেক্টর সদর দফতরের প্রধান ফটকের সমানে রাজশাহী বিজিবি ৩৭ ব্যাটালিয়নের একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব উদ্ধার করে।

পরে শনিবার রাত ১০টার দিকে রাজশাহী বিজিবির ৩৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সদস্যের বিজিবির একটি টহল দল রাজশাহী সদর দফতরের মূল ফটকের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ১৪২৮ পিস বুড়িমার চকলেট বোমা উদ্ধার করে। এছাড়া ৪০ কেজি ভারতীয় জিরা, পেন্টা স্কাই ফ্লাস ২০টি ও ইলেকট্রিক ক্রাকার্স উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের বিকট শব্দ হওয়ায় জনমনে আতঙ্ক ছড়াতে চকলেট বোমাগুলো রাজশাহী মহানগরীতে নেওয়া হচ্ছিলো।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Leave a Reply