রাজশাহীতে শপথ নিতে এসে বিএনপির দুই মেয়র আটক
রাজশাহীতে শপথ নিতে এসে বিএনপির দুই মেয়র আটক
শপথ নিতে এসে রাজশাহীতে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান এরং পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদকে আটক করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমীতে যাওয়ার পথে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে মেয়র মিজানকে আটক করে বোয়ালিয়া পুলিশ। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিল্পকলা একাডেমীতে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বের হলে মেয়র আসাদকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ।
মেয়র মিজান ও আসাদ উভয়ই বিএনপির মনোনয়ন নিয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন।
সূত্র মতে, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান উপজেলা যুবদল সভাপতি। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা থাকলেও সেসব মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে রয়েছেন। জামিনে থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীতে রাজশাহী জেলার ১৩টি পৌরসভার নবনির্বিাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের আগেই মিজানকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদকে আটকের ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্পকলা একাডেমী থেকে শপথগ্রহণ শেষে অন্যান্য পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বের হন পুঠিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আসাদুল হক আসাদ। এসময় সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ তাকে আটক করে তার গাড়ীতে করেই নিয়ে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ আসাদকে আটকের কথাও স্বীকার কওে নি।
প্রসঙ্গত, এরআগে গত ১৪ জানুয়ারি রাজশাহীতে শপথ নিতে এসে জামায়াত সমর্থক চাঁপাইনবাগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জিলা খাতুনকে আটক করে পুলিশ।