রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেলে কব্জি হারাল শিশু
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বাম হাতের কব্জি ও ডান হাতের দুটি আঙুল উড়ে গেছে রাজশাহী নগরীর শিশু মাহিনের। শনিবার বেলা ১টার দিকে নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের উত্তর শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মাহিন নগরীর কয়েরদাড়া এলাকার রাজিব হোসেনের ছেলে। সে উপশহর এলাকায় নানার বাড়িতে থাকত।
মহানগরীর বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আওয়ামী লীগ অফিসের সিঁড়ির নিচ থেকে লাল টেপ মোড়ানো একটি ককটেলকে ক্রিকেট বল মনে করে কুড়িয়ে নেয় মাহিন। এ সময় ককটেলটি বিস্ফোরণে তার বাম হাতের কব্জি এবং ডান হাতের দুটি আঙুল উড়ে যায়। এছাড়া মাহিনের মুখেও ককটেলের স্পিন্টারের আঘাত লাগে বলে জানান তিনি। গুরুতর আহত অবস্থায় মাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।