রাজপথের সৌন্দর্য বাড়াতে আড়াই কোটি টাকা বরাদ্দ: ওবায়দুল
আসন্ন এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত রাজপথের সৌন্দর্য বাড়াতে আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই এ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হবে—এ কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত যে সৌন্দর্য বর্ধন এবং দখল মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন, এ কাজগুলো করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি। এ পদক্ষেপ দুই লেনের দুই পাশে ৬ কিলোমিটার এর মধ্যে বিদ্যুতিক বাতি পুনস্থাপনের কাজে ব্যয় হবে ৬০ লাখ টাকা । সৌন্দর্য বর্ধন, বাগান পুননির্মানের কাজে ব্যয় হবে ৮০ লাখ টাকা এবং বিভিন্ন রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে ব্যয় হবে ৮০ লাখ টাকা।’
তিনি আরো বলেন, টি-২০ বিশ্বকাপের পরেও সৌন্দর্য বর্ধনের কাজ রক্ষনাবেক্ষণ করা হবে। এ উপলক্ষে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৈদ্যুতিক বাতি পুনস্থাপন ও রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ এরইমধ্যে শুরু হয়েছে। ঢাকা মহানগরীকে বসবাস উপযোগী করতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নেবে বলেও জানান ওবায়দুল কাদের।