রাজন হত্যা সমাজের অধঃপতন ও নির্মমতার পরিণতি : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ জুলাই, ২০১৫
রাজন হত্যার ঘটনাকে সমাজের অধঃপতন ও নির্মমতার পরিণতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রাজন হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে তিনি আবারো একটি জনবান্ধব পুলিশ বাহিনী প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা আসাদুজ্জামান খান মঙ্গলবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স দেখাবে সরকার।