রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার কার্যক্রম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে মামলার শুনানির পরবর্তী দিন ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম মামলাটি মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন।
সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, শিশু রাজন হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরুর জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে। এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় দায়ের করা মামলাটি তদন্ত করে গোয়েন্দা বিভাগ।
ঘটনার একমাস ৮ দিন পর ১৩ জনকে আসামি করে ১৬ আগস্ট গোয়েন্দা বিভাগ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই ১৩ জনের মধ্যে ৩ আসামি পলাতক। এদের মধ্যে কামরুল ইসলাম সৌদি আরবে আটক আছেন। অন্য ২ জন শামীম আলম ও পাভেল আহমদ পলাতক রয়েছে। আদালতের নির্দেশে ইতোমধ্যে কামরুল ইসলাম ও শামীম আলমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
 















