রাজন হত্যা মামলার চার্জশিট ৭২ ঘণ্টার মধ্যে
আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া রাজন হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই বলেও জানান তিনি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে রেজিস্ট্রেশন ম্যানুয়াল-২০১৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকলেও এই মামলার বিচার শুরু করতে বাধা নেই। মন্ত্রী বলেন, রাজন হত্যার বিচার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালেই করা সম্ভব। এ জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই।
এর আগেও মন্ত্রী আনিসুল হক তিন দিনের মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেয়ার কথা বলেছিলেন।
এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আনিসুল হক।