রাজন হত্যা: পলাতকদের ৭ দিনের মধ্যে হাজিরের নির্দেশ
সোমবার রাজন হত্যা মামলার শুনানিতে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক শাহেদুল করিম এই নির্দেশ দেন। এদিকে মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
পলাতক তিনি আসামি হলেন-কামরুল ইসলাম,তার ভাই শামীম আহমদ ও পাভেল। এদের মধ্যে কামরুল ইসলাম সৌদি আরবে আটক রয়েছেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই চোর সন্দেহে রাজনকে পিঠিয়ে হত্যা করা হয়। পরে তার ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে দেশজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে।
এরপর গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৪ আগস্ট অভিযোগপত্র আমলে নেন আদালত। ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ। এই মামলার ১৩ আসামির মধ্যে ১০ জন জেলহাজতে রয়েছেন।