রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

21/06/2015 8:16 pmViews: 6

রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

২১ জুন ২০১৫,রবিবার


(ফাইল ফটো)(ফাইল ফটো)

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আজ রোববার এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এতে বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

২০ দলীয় জোটের প্রধান শরীক জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর জামায়াতের সহাকারী সেক্রেটারী মোবারক হোসেন ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, আ স ম হান্নাহ শাহ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইফসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন ও বিএনপি নেত্রী বেগম সরওয়ারি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply