রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ শুরু 

24/05/2022 4:13 pmViews: 3

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ শুরু

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করবে বিএনপি। মঙ্গলবার থেকে এই সংলাপ শুরু হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিএনপির সংলাপ। মঙ্গলবার বিকেল ৫টায় এই সংলাপ শুরু হবে। মাহমুদুর রহমান মানবজমিনকে বলেন, আজ বিকেল ৫টায় বিএনপি আমাদের সঙ্গে সংলাপে বসবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল আসবে। পল্টন এলাকায় নাগরিক ঐক্যের অফিসে এই সংলাপ শুরু হবে বলেও জানান মান্না।

Leave a Reply