রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি পেলে সমঝোতার পরিবেশ বিঘ্নিত হয়
রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি পেলে সমঝোতার পরিবেশ বিঘ্নিত হয়
নয়া দিগন্ত অনলাইন
২৩ জুন ২০১৫,মঙ্গলবার
মামলায় জামিন পাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাতে মুক্তি পেতে না পারে সেজন্য সরকার প্রশাসনিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সরকারের তরফ থেকে ফখরুলের মুক্তি পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো সৃষ্টি করা হয়েছে, তা আইনি বাধা নয়। এটি প্রশাসনিক বাধা অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আগ বাড়িয়ে একধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। এই বাধাগুলো অপসারণ করলে মির্জা আলমগীরের মুক্তি দ্রুত ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করছি।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বিএনপি সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে দেশের কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেটার জন্য প্রধান রাজনৈতিক দলগুলো মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রয়োজন। শত্রুতার সম্পর্ক নয়। আশা করি, প্রধানমন্ত্রী সেটি বুঝতে পারবেন। এ ক্ষেত্রে যত দেরি হবে, ততই রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি পাবে। আর রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি পেলে তখন সমঝোতা ও আন্তরিকতার পরিবেশ বিঘ্নিত হয়। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।’