রাজনীতির আইটেম গার্ল কেজরিওয়াল!

22/01/2014 9:47 pmViews: 4

নয়া দিল্লি: আম আদমি পার্টি’র (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে রাজনীতির আইটেম গার্ল বলে উল্লেখ করেছেন ভারতের প্রখ্যাত লেখক চেতন ভগত। দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ চেতন জানান, সিনেমায় সবার দৃষ্টি আকর্ষণের জন্য আইটেম গার্লরা যেভাবে পারফর্ম করেন কেজরিওয়াল সেই নীতিতে এগোচ্ছেন। বেস্ট সেলার লেখক চেতন ভগত একসময় কেজরিওয়ালকে সমর্থন দিলেও দলটির বর্তমানে কর্মকাণ্ডে চরম নাখোশ তিনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে চালানো ধরনা কর্মসূচির সমালোচনা করে বুধবার এই মন্তব্য করেন চেতন ভগত।

ভারতে একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে চেতন বলেন, “আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে অংশ নিতে খুবই তারাহুড়া করছে। তারা তাৎক্ষণিক ফলাফল চায়, যেটা অনেকটা বলিউডের আইটেম গার্লদের পারফর্ম করার মতো। সিনেমায় যখন কোনো নায়িকা তার অবস্থান সুসংহত করতে পারেন না তখন তিনি আইটেম গানে নাচেন। কেজরিওয়ালের দলের নেতা-কর্মীরাও এখন সেই অবস্থানে রয়েছেন।”

তিনি জানান, গতরাতে কেজরিওয়ালের মন্ত্রীসভার সদস্যরা যে আচরণ করেছেন তাতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং লজ্জিত।

ধরনা কর্মসূচির কারণে দিল্লির চারটি মেট্রোরেল বন্ধ রাখা হয়। ভিভিআইপি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা। সার্বিক পরিস্থিতির কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে। সূত্র: জিনিউজ।

Leave a Reply