রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই: সেতুমন্ত্রী

28/09/2016 8:06 pmViews: 9
রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই: সেতুমন্ত্রী
 
রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সমকক্ষ আর কেউ নেই। তিনি তাঁর যোগ্যতা, বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতার মাধ্যমে তাঁর সিনিয়র রাজনীতিবিদদেরও হার মানিয়েছেন।
বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত ‘সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে আজ বাংলাদেশ পরিচিত হয়েছে শেখ হাসিনার জন্যই। দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নন্দিত নেতা শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

Leave a Reply